শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

চুক্তিপত্র ছাড়া শুটিং নয়

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু বাস্তবায়িত হয়নি বললেই চলে। এবার জোরেশোরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছয়টি সংগঠন। আগামী ১ জানুয়ারি থেকে টেলিভিশন নাটক নির্মাণের বেলায় চুক্তিপত্র স্বাক্ষর করলে তবেই হবে শুটিং। যে ছয়টি সংগঠন চুক্তিপত্র স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করেছে, সেগুলো হলো ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন ও টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন।

তবে ছয় সংগঠন সিদ্ধান্ত নেওয়ার আগে ২০১৭ সালের ৭ জুলাই ঘটা করে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ। কথা ছিল, ওই সময় থেকেই চুক্তিপত্র স্বাক্ষর ও নিয়মকানুন মেনে শুটিং হবে। কিন্তু সেটা গত দেড় বছরেও হয়নি।

এবার ঘটা করে উদ্যোগ নেওয়া হয়েছে বাস্তবায়নের। সেটা কতটা ফলপ্রসূ হবে—জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমরা প্রতিটি সংগঠনই চুক্তিপত্র মেনে কাজ করার বিষয়টি উপলব্ধি করেছি। এ কারণে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে যেখানেই শুটিং হোক, চুক্তিপত্র মেনেই হবে।’ তিনি জানান, আগেরবার তিনটি সংগঠন উদ্যোগ নিলেও এবার এটার সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি সংগঠন। তাই এটা বাস্তবায়ন করা সহজ হবে।

পুরোনো চুক্তিপত্রে ৪২টি ধারা ছিল, সেটারও সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে নতুন চুক্তিপত্রে—এমনটাই জানালেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আমরা দেড় বছর আগে উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু এবার আমরা বাস্তবায়ন করার সব রকমের উদ্যোগ নিয়েছি। কেউ যদি চুক্তিপত্র স্বাক্ষর না করে নির্মাণ করেন, তাহলে তার কোনো দায়দায়িত্ব সংগঠন নেবে না।’

চুক্তিপত্রে মূলত নাটকের নাম, কাহিনিকার, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, নাটকের ধরন, পাণ্ডুলিপি প্রদানের শিডিউল, শুটিং শিডিউল, চুক্তিপত্রের মেয়াদকাল, শুটিংয়ের স্থান, শুটিংয়ের সময়, সম্মানী প্রদানের ধাপ বিষয়ে বিস্তারিত উল্লেখ করার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় পক্ষ এবং সাক্ষীর স্বাক্ষরের জায়গা রয়েছে।

চুক্তিপত্র স্বাক্ষরের উদ্যোগ হিসেবে লাভলু ও হাবীব দুজনই জানান, এরই মধ্যে সব সংগঠনের সদস্যদের জানানো হয়েছে। সব প্রযোজনা প্রতিষ্ঠান, শুটিংবাড়ি এবং সংশ্লিষ্ট সব অফিসে চুক্তিপত্রের ছাপানো কপি পাঠানো হয়েছে। দুজনই বলেন, ‘আমরা সবাইকে চুক্তিপত্র স্বাক্ষরের ব্যাপারে আগ্রহী করে তুলেছি। এখন অপেক্ষা করছি নতুন বছরের।’