রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

এইচপির পেসারদের নিয়েও কাজ করতে চান ল্যাঙ্গাভেল্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

দেশে স্লো ও লো পিচে এক গাদা স্পিনার দিয়ে পার পেয়ে গেলেও, দেশের বাইরে পেস বোলিং কার্যকরিতা ছাড়া সফল হওয়া কঠিন। যুক্তরাজ্যে হওয়া এবারের বিশ্বকাপেই ফুটে উঠেছে বাংলাদেশের পেস বোলিং দুর্বলতা।

অনেকেই বাংলাদেশের পেসারদের সামর্থ্য বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন। পেসারদের গুণগত মান বাড়ানো এবং দেশের বাইরে তাদের কার্যকর অবদান রাখার কাজ করার এখনই সময়। কিন্তু যাদের এমন চিন্তা করার কথা, তারা কি তা করছেন?

 

পেসারদের মান উন্নয়নে বিসিবির পরিকল্পনা কী? এ প্রশ্ন অনেক ক্রিকেট ভক্তেরই। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট কায়মনে চাচ্ছেন পেস বোলিং ডিপার্টমেন্টকে আরও সমৃদ্ধ করতে এবং নতুন পেসার খুঁজে বের করতে।

আজ (সোমবার) শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে হাবিবুল বাশার পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টের চিন্তাভাবনা ও পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘পেস বোলিং নিয়ে তো আলাদা চিন্তা করতে হবেই। আমরা যদি ঘরের বাইরে ম্যাচ জিততে চাই তাহলে আমাদের পেস বোলিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা আগেও অনুভব করেছি। আমরা দেখেছি যে ঘরের মাঠে যখন খেলা হয় তখন স্পিনাররাই মূল কাজটা করে থাকে, কিন্তু যখন দেশের বাইরে যাই তখন পেসারদের খুব দরকার হয়।’

বাশার জানালেন ল্যাঙ্গাভেল্টও তা জানেন। সেটা নিয়ে তাদের সাথে হওয়া আলাপের কথা জানিয়ে তাই নির্বাচক বাশার বলে উঠলেন, ‘আলাপ হলো, ব্যাসিকালি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।’

বাশার আরও জানালেন ল্যাঙ্গাভেল্ট নাকি জাতীয় দলের ক্যাম্পে থাকা পেসারদের দেখে অনেক উচ্ছসিত, ‘সে সবাইকে দেখতে চেয়েছে, আমাদের এইচপি দলের যারা ফাস্ট বোলার আছেন তাদের নিয়েও ওকে দেখাবো। আমাদের যেহেতু এইচপিতে একজন কাজ করছেন। সঙ্গে কাদের নিয়ে আমরা কাজ করছি, কারা বেশি প্রমিসিং সেটা যেন ওর মাথাতেও থাকে। এই ট্রেনিংগুলোতে ফাস্ট বোলার নিয়ে আসবো, তখন যদি তাদের খেলা না থাকে তখন ওদের নিয়ে আসবো কাজ করার জন্য। যেন ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে পারি ভালোভাবে।’