সাদমানের সঙ্গীর খোঁজেই দল ঘোষণায় যত দেরি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের (৫-৯ সেপ্টেস্বর) দল ঘোষণা ৩০ আগস্টের মধ্যেই হয়ে যাবে।
আজ (সোমবার) অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মিডিয়ার সামনেও সে কথাই জানালেন, ‘টেস্ট দল নিয়ে আমাদের প্রাথমিক একটা বৈঠক হয়েছে অধিনায়ক এবং কোচের সঙ্গে। আমরা মোটামুটি একটা চিন্তাভাবনা করেছি যে কেমন হতে পারে, আমরা একটু সময় নিচ্ছি যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা। সম্ভবত ৩০ কিংবা ৩১ তারিখে আমরা স্কোয়াড ঘোষণা করবো।’
কত জনের স্কোয়াড হবে? বাশারের জবাব, ‘যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ তাই ১৪ জনই দেয়ার কথা। তবে আমাদের কোনো খেলা নেই এ সময়ে, তাই ১-২ জন বাড়তি যোগ করতে পারি যারা হয়তো ওয়ানডে খেলবে, টেস্ট খেলবে না। সেক্ষেত্রে আমরা ১-২ জনকে যোগ করতে পারি যেন দলের সঙ্গে থাকল, প্র্যাকটিস করলো। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। ১৪-১৫-১৬ যেকোনো জনের দল হতে পারে। ঘরের মাঠে যেহেতু খেলা ১-২ জন বাড়তি নিতে পারি দলের সঙ্গে অনুশীলন করার জন্য।’
নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। তাহলে ওপেন করবেন কে কে? এ প্রশ্নের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার কারো নাম বলেননি। তার ব্যাখ্যা, ‘তামিম তো আমাদের হয়ে অনেকদিন ধরে খেলছে। আমাদের সব থেকে অভিজ্ঞ এবং প্রমাণিত ভাল ও সফল খেলোয়াড়। সঙ্গে আমরা সাদমান ইসলামকে রেখেছিলাম সেও ভাল করেছে। তবে তার সঙ্গী কে হচ্ছে, সেটা আমরা এখনো চিন্তা করিনি। আমাদের আলোচনা চলছে যে নতুন কাওকে দেখবো নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখবো।’
অভিজ্ঞতার সঙ্গে-তারুণ্যের মিশেল? নাকি নবীন-তরুণে সাজানো হবে উদ্বোধনী জুটি? এ প্রশ্নের জবাবে বাশার অনেক কথার ভিড়ে স্বীকার করেন, সেটা ঠিক করতেই খানিক দ্বিধা-সংশয়ে আছেন তারা। আর দল ঘোষণায় দেরিও সে কারণেই।
বাশারের ভাষ্যে, ‘আপনারা জানেন যে সাদমান কয়েকটি সিরিজ ধরে দলের সঙ্গে আছে, খারাপ করেনি। কিন্তু এখনো সে তরুণ। সে মাত্র শুরু করেছে এতো অভিজ্ঞ নয়। যেহেতু তামিম সঙ্গে ছিল ওর ওপর চাপ এতোটা ছিল না। তাই ওর উপরে চাপ দিয়ে একদম নতুন করে শুরু করবো কিনা সেটা চিন্তা আছে। আবার হয়তো পুরনো কাউকে নিলাম যেন একজন তরুণ এবং একজন অভিজ্ঞ কেউ থাকলো। এগুলো বিষয় নিয়েই আমরা চিন্তা করছি যে জন্য স্কোয়াড ঘোষণা করতে একটু দেরি হচ্ছে আমাদের।’