রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

মঙ্গলবার বিকেএসপিতে জামাল ভূঁইয়াদের ফিটনেস টেস্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন সেশন অনুশীলনের পর ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। আগামীকাল (মঙ্গলবার) সকালে সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জাতীয় দলের ক্যাম্পের ফুটবলাররা ফিটনেস পরীক্ষা দেবেন। কোচ জেমি ডে সকাল ৭ টায় ঢাকা থেকে ফুটবলারদের নিয়ে চলে যাবেন বিকেএসপি। সেখানে ফিটনেস টেস্ট শেষে দল আবার ফিরে আসবে ঢাকায়।

ক্যাম্পে এখন ১৯ ফুটবলার। ২৬ জনের বাকি ৭ আবাহনীর। তারা উত্তর কোরিয়া গেছেন এএফসি কাপের ম্যাচ খেলতে। আবাহনীর খেলোয়াড়রা ফিরলে পূর্ণতা পাবে ক্যাম্পে। ২৮ আগস্ট উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এসসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আবাহনী।

 

আগের দুই দিনের মতো আজও (সোমবার) সকাল ১০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে জেমি ডে’র শিষ্যরা। এ নিয়ে তিনদিন এখানে অনুশীলন হলো তাদের। অনুশীলন শেষে দলের অধিনায়ক বলেছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ পরিশ্রম বজায় রাখতে হবে। কারণ, একদিন বা এক সপ্তাহের জন্য নয়। আমাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করে কয়েকদিনের মধ্যে নিজেদের আরো শানিত করে তুলতে হবে।’

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক আফগানিস্তান দলকে শক্তিশালী হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘আফগানিস্তান দলের অনেক খেলোয়াড় জার্মানিতে খেলেন। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের বিরুদ্ধে ভালো খেলার চেষ্টা করবো।’

জামাল ভূঁইয়া প্রধান সমস্যা হিসেবে দেখছেন স্ট্রাইকারদের আন্তর্জাতিক ম্যাচে গোল না পাওয়া। তিনি বলেন, ‘এটা আমাদের একটা সমস্যা। এটা কাটিয়ে উঠতে হবে। আমরা গোলের সম্ভাবনা তৈরি করছি, কিন্তু পারছি না। যে কারণে আমাদের অনেক সময় ভুগতে হয়েছে। আমাদের স্ট্রাইকাররা এ সমস্যা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন।’