রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

ম্যাককালামের জোড়া রেকর্ড ভেঙে দিলেন ওয়াটলিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অসাধারণ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের শেষদিনে লঙ্কানদের মাত্র ১২২ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে জিতেছে কিউইরা।

ইনিংস ব্যবধানের এ জয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাঁহাতি ওপেনার টম লাথাম। যিনি খেলেছেন ১৫৪ রানের ইনিংস। তবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যে ১৮৭ রানের লিড পেয়েছে, তাতে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটসম্যান বি জে ওয়াটলিংয়ের।

 

নিজের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রানে অপরাজিত ছিলেন ওয়াটলিং। এ ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের এক জোড়া রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলে ৫২ ম্যাচের ৮৭ ইনিংসে ২৮০৩ রান করেছেন ম্যাককালাম। যা কি-না এতদিন ধরে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড। এ রেকর্ড ভেঙে এখন ওয়াটলিংয়ের সংগ্রহ ২৮৮৭ রান।

একই সঙ্গে উইকেটরক্ষক হিসেবে খেলা ৫২ ম্যাচে ৫টি সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম। তার এ রেকর্ডটি ভেঙে নিউজিল্যান্ডের পক্ষে উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬ সেঞ্চুরির মালিক এখন ওয়াটলিং। তার ক্যারিয়ারের অন্য এক সেঞ্চুরি এসেছে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে।

এদিকে সবমিলিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ক্যারিয়ারের ৯৬ ম্যাচের ১৩৭ ইনিংসে তিনি করেছেন ৫৫৭০ রান। একইসঙ্গে হাঁকিয়েছেন ১৭টি সেঞ্চুরি, যা কি-না সর্বোচ্চ সেঞ্চুরিরও রেকর্ড।