সিলেটের টি-টোয়েন্টি ম্যাচের সময় এগোলো ২ ঘণ্টা
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
কুয়াশা ও শিশিরের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচটির সূচি ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সিলেটের নয়নাভিরাম মাঠে শুরু হওয়ার কথা বিকাল ৪টায়। কিন্তু কুয়াশার কারণে এই সময়ে খেললে তুলনামূলক বেশি বিড়ম্বনায় পড়তে হতে পারে খেলোয়াড়দের। তাদের সুবিধার কথা চিন্তা করেই আয়োজকরা ম্যাচের সময় ২ ঘণ্টা এগিয়ে এনেছেন।
নতুন অর্থাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে সিলেটের টি-টোয়েন্টি ম্যাচ দুটি শুরু হবে দুপুর দুইটায়। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার এই ম্যাচটি।
এর আগে কুয়াশা ও শিশিরের কারণে খেলোয়াড়দের সমস্যার কথা মাথায় রেখে শুক্রবারের (১৪ ডিসেম্বর) ওয়ানডে ম্যাচের সূচি ২ঘণ্টা এগিয়ে দুপুর ১২টায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার ওয়ানডে সিরিজ শেষে ২ দিন বিরতি পাবেন দুই দলের ক্রিকেটাররা। এরপর ১৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের লড়াই। ১৭ তারিখ সিলেটের ম্যাচ শেষে দুই দল আবারো ঢাকায় ফিরবে।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২২ ডিসেম্বর। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পৃথক তিনটি ফরম্যাটের সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসে উইন্ডিজ দল। ওয়ানডে সিরিজের আগে টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।
একনজরে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি-
ম্যাচ – তারিখ – ভেন্যু – সময়
১ম টি-টোয়েন্টি – ১৭ ডিসেম্বর ২০১৮ – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম – দুপুর ২টা
২য় টি-টোয়েন্টি – ২০ ডিসেম্বর ২০১৮ – শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর – বিকাল ৫টা
৩য় টি-টোয়েন্টি– ২২ ডিসেম্বর ২০১৮ – শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর – বিকাল ৫টা
