শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন শাকিব!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এমন খবরে ভক্তদের প্রশ্ন জাগতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হচ্ছেন কিং খান? বা কবে থেকে শিক্ষকতা পেশায় যোগ দিলেন? আবার প্রশ্ন উঠতে পারে তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও। তবে শাকিব ভক্তদের এমন ভাবনার কোনো কারণ নেই। বাস্তবে নয়, অভিনয়ের জন্যই এমন চরিত্রে পর্দায় দেখা যাবে এই নায়ককে। 

শাকিবকে নতুন এই রূপ দেখা যাবে বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে। দুই দশকের ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হচ্ছেন তিনি। 

নির্মাতা বদিউল আলম খোকন বলেন, শাকিব যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই দক্ষতা তার আছে। আমার এ ছবির গল্প অনেকটা ভিন্ন ঘরানার। শাকিব এতে অভিনয় করছেন একজন প্রভাষক হিসেবে। আমরা এরই মধ্যে ছবির শুটিং শুরু করেছি।

‘আগুন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, সুচরিতা, মিশা সওদাগরসহ অনেকে।