সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

ভারতে হারতে হারতে হয়রান নারী হ্যান্ডবল দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

হ্যান্ডবলের পৃথিবী যে কতোটা কঠিন তা হাড়েহাড়ে টের পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ভারতের জয়পুরে অষ্টম এশিয়ান নারী যুব হ্যান্ডবল খেলতে গিয়ে যেন গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন তারা। এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই শোচনীয়ভাবে হেরেছেন আলপনা-খাদিজা খানমরা।

বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইনিজ তাইপে ও উজবেস্তিানের সঙ্গে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২১ আগস্ট। হেরেছে ৫৫-১৬ গোলে। ২৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে জাপানের কাছে ৪৫-৯ গোলে।

 

আজ (রোববার) তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল তাইনিজ তাইপে। হারের ব্যবধান ৩৩-১৬ গোল। তিন ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছে ১৩৩ টি, দিয়েছে ৪১ টি। গ্রুপে সবার নিচে থাকা বাংলাদেশ আগামীকাল (সোমবার) শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে।