মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫   শ্রাবণ ১৪ ১৪৩২   ০৩ সফর ১৪৪৭

স্বল্পবসনা নারীদের নিয়ে ভারতে এয়ারলাইনের যাত্রা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

স্বল্পবসনা নারীদের নিয়ে চলতি বছরের ডিসেম্বরে ভারতে নতুন এয়ারলাইনের যাত্রা শুরু হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। খবর ইন্ডিয়া টাইমস'র।

ভিয়েতনামের বাজেট এয়ারলাইন ভিয়েতজেট 'বিকিনি এয়ারলাইন' হিসেবে পরিচিত। ২০১১ সালে তারা বিকিনি পড়া ক্রুদের নিয়ে বিজ্ঞাপন দিয়ে আলোচনায় চলে আসে। সেটি আগামী ৬ ডিসেম্বর থেকে নয়াদিল্লী এবং হ্যানয় ও হো চি মি শহরের মধ্যে ফ্লাইট চালুর সব প্রস্তুতি শেষ করেছে।

৬ ডিসেম্বর থেকে বিকিনি এয়ারলাইন নয়াদিল্লী ও হো চি মিনের মধ্যে সপ্তাহের চারদিন-শুক্রবার, রোববার, সোমবার, মঙ্গলবার চারটি ফ্লাইট পরিচালনা করবে।

 

আর ৭ ডিসেম্বর থেকে হ্যানয় ও নয়াদিল্লীর  মধ্যে প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার তিনটি ফ্লাইট পরিচালনা করবে।