মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অবশেষে চুক্তিবদ্ধ হলেন সিয়াম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

তরুণ নির্মাতা রায়হান রাফির তৃতীয় সিনেমা ‘স্বপ্নবাজি’। ফ্যাশন জগতের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। কয়েক মাস আগেই নিজের নতুন ছবির নাম ঘোষণা করেন তিনি।

জানা যায়, সিনেমাটিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, পিয়া জান্নাতুলসহ আরও অনেক প্রিয়মুখ। অবশেষে গত ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন মডেল-উপস্থাপিকা পিয়া জান্নাতুল ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর চুক্তিবদ্ধ হন জান্নাতুল ফেরদৌস এশী।

 

গত মাসে শুটিংও শুরু হয়েছে সিনেমাটির। শুটিংয়ে অংশ নিয়েছেন মাহিয়া মাহি, পিয়া জান্নাতুল ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

সিনেমার শুটিং শুরু হলেও নায়ক নিয়ে ছিল শুধুই গুঞ্জন। ‘স্বপ্নবাজি’র নায়ক হতে যাচ্ছেন সিয়াম আহমেদ সেই গুঞ্জন অবশেষে সত্যি হলো। গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যায় এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম।  এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি।

পি এইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন পিয়াল হোসাইন। সেপ্টেম্বরের মাস থেকে আবার নতুন লটের শুটিং শুরু হবে। আর চলতি বছরেই মুক্তি পেতে পরে ‘স্বপ্নবাজি’ সিনেমাটি।