মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫   শ্রাবণ ১৪ ১৪৩২   ০৩ সফর ১৪৪৭

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছে রাশিয়া। ‘অ্যাকাডেমিক লমোনোসভ’নামের এই ভাসমান বিদুৎকেন্দ্র শুক্রবার সমুদ্রযাত্রা শুরু করেছে।

এদিনি রাশিয়ার মেরু অঞ্চলের মুরমানস্ক বন্দর থেকে জাহাজটি সাইবেরিয়ার উদ্দেশে ৫ হাজার কিলোমিটারের যাত্রা শুরু করে।

ভাসমান বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিটি ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দু’টি কেএলটি-৪০সি ( KLT-40C) পারমাণবিক চুল্লি রয়েছে। ভাসমান কেন্দ্রটি লম্বায় প্রায় ১৪৪ মিটার এবং প্রস্থে ৩০ মিটার।

 

ভাসমান পারমাণবিক বিদুৎকেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা হবে। পরিবেশবাদীদের সংগঠন ‘গ্রিনপিস’ প্রকল্পটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আসছে।

তবে জাহাজটি উঁচু ঢেউ ও সুনামি মোকাবেলায় সক্ষম এবং সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ভাসমান পারমাণবিক প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়া গত এক দশক ধরে কাজ করছে।