মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধের পথ নির্দেশ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

মহান বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করতে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে যাবেন।

তাদের সুষ্ঠ চলাচলের জন্য ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ জন্যে বাস, ট্রাক ও মিনিবাসসহ সব ধরনের যানবাহন চালক ও ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এ ট্রাফিক নির্দেশনা দেয়।

বিকল্প সড়কঃ

গাবতলী-আমিন বাজার ব্রীজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

এ ছাড়া আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় আসবে।

 

অপরদিকে টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ডিএমপি ট্রাফিক বিভাগ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলার সময় শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সবার সহযোগীতা কমনা করেছে।