বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

‘গুগল প্লাস’ বন্ধ করে দেওয়া হচ্ছে। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে না পারায় গুগল এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার গুগল কর্তৃপক্ষ জানায়,আগামী বছরের এপ্রিলেই ‘গুগল প্লাস’ বন্ধ করা হবে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গুগল প্লাসের পাঁচ কোটিরও বেশি গ্রাহকের ইমেল আইডি, বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তবে গুগল এখনো এ কথা স্বীকার করেনি।

গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি গত অক্টোবরে গুগলের নজরে প্রথম আসে। বলা হয় ৫ লাখ ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য অন্য কেউ ব্যবহার করছে। ৬ মাস পর্যবেক্ষণের পর গুগল এ বিষয়ে নিশ্চিত হয়।