সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

চ্যানেল আইতে আসছে ‘আফজাল হোসেন ও তার নায়িকারা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

দীর্ঘ অভিনয় জীবন পার করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তাকে পর্দায় দেখা গেছে নানান রূপে, নানান চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন বিভিন্ন প্রজন্মের ৩৫ জন অভিনয়শিল্পী। এবার তারা সবাই এক হচ্ছেন এই অভিনেতার সঙ্গে। তাদের নিয়ে চ্যানেল আই তৈরি করছে সাত পর্বের অনুষ্ঠান, ‘আফজাল হোসেন ও তার নায়িকারা’। 

অনুষ্ঠানাট পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফারিয়া হোসেন। ৩৫ জন শিল্পীর মধ্যে স্টুডিওতে উপস্থিত থাকবেন চম্পা, শম্পা রেজা, মৌসুমী, বিপাশা হায়াত, তানিয়া আহমেদ, এমি রহমান, তারিন, সাদিয়া ইসলাম মৌ, সুইটি, অপি করিম এবং আফসানা মিমি। 

এ ছাড়া ববিতা, নিমা রহমান, মিতা রহমান, লুৎফুন্নাহার লতা, বন্যা মির্জাসহ আরো ২৫ জন অভিনেত্রী ভিডিও বার্তার মাধ্যমে আফজাল হোসেনের সঙ্গে নায়িকা হওয়ার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রেহানা সামদানি। এর ধারণ করা হচ্ছে চ্যানেল আই-এর নিজস্ব স্টুডিওতে। এ অনুষ্ঠান ধারনের কাজ শেষ হলে তা সম্প্রচারের দিন নির্ধারণ করা হবে।