মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫   শ্রাবণ ১৪ ১৪৩২   ০৩ সফর ১৪৪৭

আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

বুধবার মার্কিন ওই সেনা সদস্য দু’জন নিহত হন। তবে কোথায় এবং কিভাবে তারা নিহত হয়েছে তা জানানো হয়নি। এছাড়া, মার্কিন ওই দুই সেনার বিস্তারিত পরিচয়ও জানানো হয় নি। 

 

চলতি ২০১৯ সালে আফগানিস্তানে এ পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত হলো।

আফগানিস্তানে বর্তমানে প্রায় ২০ হাজার বিদেশি সেনা রয়েছে যার মধ্যে বেশিরভাগই মার্কিন সেনা। 

দেশটি থেকে উগ্র তালেবান গোষ্ঠীকে উৎখাতের নামে ২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। এতে এ পর্যন্ত দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে; পাশাপাশি কয়েক হাজার মার্কিন সেনাও নিহত হয়েছে।

আফগানিস্তান থেকে তালেবানকে উৎখাতের মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও এ পর্যন্ত সেখানে সে লক্ষ্য অর্জিত হয়নি।