বুধবার   ৩০ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৪ সফর ১৪৪৭

১৮ কি.মি. ঘোড়ায় চড়ে পড়াতে যান এই শিক্ষক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

প্রতিদিন ১৮ কিলোমিটার ঘোড়ায় চড়ে পড়াতে যান গাম্বারাই ভেঙ্কটরমন নামে এক প্রাথমিক স্কুলের শিক্ষক। রাস্তার অবস্থা শোচনীয় হওয়ায় প্রিয় শিক্ষককে গ্রামের বাসিন্দারা সবাই মিলে চাঁদা তুলে ঘোড়া উপহার দিয়েছেন।

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের প্রত্যন্ত গ্রাম সুরাপেলামের প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি।

গ্রামের মানুষের একটাই ইচ্ছে, তাদের সন্তানরা যেন লেখাপড়া শেখার সুযোগ পায়। 

গ্রামের বাসিন্দা পাঙ্গি সীতারাম বলেন, ভেঙ্কটরমন আমাদের সন্তানদের ভবিষ্যত্ গড়ার জন্যই এত কষ্ট করছেন। গ্রামবাসীরা চাঁদা তুলে ৯ হাজার টাকা জমিয়ে ঘোড়াটি কিনে দিয়েছেন তাকে।