বুধবার   ৩০ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৪ সফর ১৪৪৭

দোকানে ঢুকে চা বানালেন মমতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক শেষে মমতা ব্যানার্জিকে দেখা যায় ‘চাওয়ালা’ রূপে। দিঘা থেকে উদয়পুর যাওয়ার পথে হঠাৎ করেই সায়েন্স সিটির সামনে চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান তিনি। বুধবারের এ ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। 

দিঘায় রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে দিঘা পৌঁছান তিনি। সেদিনই স্থানীয় গ্রামে গিয়ে সাধারণ মানুষের দাওয়ায় বসে আড্ডার মেজাজে দেখা গেছে তাকে। 

আর সেখানেই নিজে হাতে চা বানিয়ে সবাইকে তা পান করান। ওই সময় এক বাচ্চাকে কোলে নিয়ে আদরও করেন মমতা।