সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলংকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

আগামী অক্টোবরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা দলের বহুল প্রত্যাশিত পাকিস্তান সফর সম্ভবত হচ্ছে না।

জানা গেছে,  শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নয়। তার চেয়ে বরং তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করতে পারে।

শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হার্নিন ফার্নান্দোর উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে শ্রীলংকা টেস্ট ক্রিকেট খেলবে না। আমরা সেখানে তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছি।

 

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, পাকিস্তানে ম্যাচ আয়োজনের বিষয়ে আমরা এখনো এসএলসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।

২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গি হামলায় মোট আট ব্যক্তি নিতহ ও সফরকারী দলের ছয় খেলোয়াড় আহত হওযার পর থেকে অধিকাংশ ক্রিকেটীয় দেশই পাকিস্তান বর্জন করে আসছে।

জিম্বাবুয়ে ক্রিকেট দল ২০১৫ সালে সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খোলে। তারপর বিশ্ব একাদশ সেখানে স্বাধীনতা কাপ খেলেছে। করাচিতে শ্রীলংকা দল তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলেছে পাকিস্তানের মাটিতে।