মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

বাসের সঙ্গে সংঘর্ষে আহত ৩ ক্রিকেটার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের ক্রিকেটারদের সঙ্গে ইমার্জিং সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলে ভাগ হয়ে ঢাকায় ফিরছিল বাংলাদেশ। কিন্তু সেই আনন্দ রূপ নিয়েছিল আতঙ্কে। বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এক সড়ক দুর্ঘটনার শিকার হয় স্ট্যান্ডবাই ৭ ক্রিকেটারকে নিয়ে ফিরতে থাকা গাড়িটি, আহত হন তিন ক্রিকেটার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যান তরুণ ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, এই তিন ক্রিকেটারকে নিয়ে ভয় নেই। তারা এই মুহূর্তে শঙ্কামুক্ত। নাকে ও কপালে আঘাত পেয়েছেন একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির। এছাড়া বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা আঘাত পেয়েছেন বুকে। আরেক তরুণ পেসার মানিক খান পেয়েছেন পায়ে আঘাত।

 

ঘটনাটি ঘটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকায় ফেরার পথে। পরে সাভারে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা রাতেই ফিরে এসেছেন মিরপুরে বিসিবি একাডেমি ভবনে।

বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামী শনিবার খুলনার আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে।