লড়াই করে সিরিজে ফিরলো ইমার্জিং টাইগাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

প্রথম ম্যাচে হারলেও লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।
এর ফলে ১-১ সমতায় সিরিজে ফিরলো শান্তর দল। আজকের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে লঙ্কানদের।
২১ আগস্ট বুধবার সাভারের বিকেএসপি গ্রাউন্ডে আগে ব্যাট করে সফরকারী লঙ্কানরা ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৩ রান করতে সমর্থ হয়।
সে রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগার যুবারা।
শুরুতে ব্যাট করতে নেমে লঙ্কান ওপেনার নিশাঙ্কা ৫৭ বলে আটটি বাউন্ডারিতে করেন ৫৫ রান। দলপতি আশালঙ্কার ব্যাট থেকে আসে ৪৫ রান। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন কামিন্দু মেন্ডিস। ড্যানিয়েলের ব্যাট থেকে আসে ৪৩ রান।
বাংলাদেশের হয়ে শফিকুল ইসলাম তিনটি, নাঈম হাসান দুটি, সুমন খান একটি, আমিনুল ইসলাম একটি আর ইয়াসিন আরাফাত একটি করে উইকেট তুলে নেন।
২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনার সাইফ হাসান ২৭, মোহাম্মদ নাঈম ৫ রান করেন। তিন নম্বরে নেমে দলপতি নাজমুল হোসেন শান্ত করেন ৭৭ রান। তার ৮৮ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চার আর একটি ছক্কার মার।
চার নম্বরে নামা ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান। ৯৩ বলে তিনটি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারিতে ইয়াসির তার ইনিংসটি সাজান।
এছাড়া, অলরাউন্ডার আফিফ ১৮, আমিনুল ৮, উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী ১১, নাঈম হাসান ৯*, সুমন খান ৫ আর ইয়াসিন আরাফাত ১২* রান করেন। দলকে জেতাতে শেষ সময়ে ৩ বলে দুই ছক্কা হাঁকান ইয়াসিন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২৭৩/১০, ওভার ৪৯.৪
নিশাঙ্কা ৫৫, আশালঙ্কা, ৪৫, কামিন্দু মেন্ডিস ৬৫, ড্যানিয়েল করেন ৪৩ রান
শফিকুল ইসলাম ৩/৫১
বাংলাদেশ: ২৭৪/৭, ওভার ৪৯.৩
নাজমুল হোসেন শান্ত ৭৭, ইয়াসির আলী করেন ৮৫ রান
ফার্নান্দো ২/৩০
ম্যাচ সেরা: ইয়াসির আলী।
আগামী ২৪ আগস্ট খুলনায় সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।