মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

এত সাংবাদিক দেখে অবাক রাসেল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

টাইগারদের কোচ হয়ে আসা প্রোটিয়া রাসেল ডোমিঙ্গো গতকালই এসে পৌঁছান ঢাকায়। 

যেই না বিমানবন্দর থেকে বেরুতে যাবেন, তখনই তিনি অবাক হয়ে যান শতাধিক ক্যামেরা এবং সাংবাদিকদের উপস্থিতি দেখে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ছিল তার প্রথম দিন। জনাকীর্ণ সংবাদ সম্মেলন বলতে কি বোঝায়, তা হয়তো এতদিন ধারণায়ও ছিল না এই দক্ষিণ আফ্রিকান কোচের। বাংলাদেশে এসে সেই শিক্ষাটাও পেয়ে গেলেন তিনি।

কারণ, একসঙ্গে এক জায়গায় এত সাংবাদিক এর আগে আর কখনও দেখা হয়নি তার।

সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি জীবনেও এতো রিপোর্টার একসঙ্গে দেখিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বড় কোনো ম্যাচের আগের প্রেস কনফারেন্সেও বড়জোর আট-নয়জন রিপোর্টার থাকে। এই যে বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে এতো আবেগ, এটাই হয়তো আমাকে এখানে ছুটে আসতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।’

 

বাংলাদেশে এবারই কিন্তু প্রথম আসেননি। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে প্রথম বাংলাদেশে পা রাখেন ডোমিঙ্গো।