‘পেসারদের ফিটনেসের প্রতি বাড়তি নজর দিতে হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

সদ্য নতুন তিন কোচ নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেট অভিভাবক সংস্থা বিসিবি। মজার ব্যাপার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের পাঁচ সদস্যের মধ্যে এখন চারজনই দক্ষিণ আফ্রিকার। ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক আগেই ছিলেন। তাদের সঙ্গে যোগ হয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। কোচিং স্টাফের অপরজন হলেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্রোরি। যোগ দিয়েই পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট পেসারদের উদ্দেশ্যে বললেন ‘ফিটনেসের প্রতি বাড়তি নজর দেয়ার কথা।
মঙ্গলবার ঢাকায় এসেছেন ডোমিঙ্গো এবং ল্যাঙ্গাভেল্ট। বুধবার সকালে মিরপুরে আসেন তারা। এখানে কিছুক্ষণ সময় খেলোয়াড়দের ক্যাম্প পরিদর্শন করেন। এরপর কথা বলেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে টাইগার পেসারদের উদ্দেশ্যে চার্লস ল্যাঙ্গাভেল্ট বলেছেন, পেসারদের জন্য প্রথম বার্তা থাকবে ফিটনেসের প্রতি বাড়তি নজর দেয়া। সেরা ছন্দ খুঁজে পেতে ছেলেদের পথ খুঁজে বের করতে হবে। যেকোনো বোলারের জন্যই লাইন-লেন্থ গুরুত্বপূর্ণ। সবাইকে পরিশ্রম করতে হবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে এখন যারা দলের আশেপাশে আছে তাদের উন্নতির জন্য কাজ করা। সম্প্রতি দেখলাম, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে। সেই দল থেকে প্রতিভাবানদের খুঁজে বের করতে আমি কাজ করব।’
ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘শুধু ডোমিঙ্গো নয়, ম্যাকেঞ্জির সাথেও আমি কাজ করেছি। ডোমিঙ্গো মানসম্পন্ন কোচ। এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই।’