আবারো সানডের ভিসা সমস্যায় আবাহনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৮ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

একের পর এক সমস্যায় আবাহনী। যেন পিছু ছাড়ছে না সমস্যা। আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানিকে হারিয়েছে, বিকল্প হিসেবে মিশরের যে ফুটবলার উড়িয়ে এনেছে এএফসি কাপের জন্য।
কিন্তু লাল কাডর্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ ঈসাও খেলতে পারবেন না উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিরুদ্ধে।
এর মধ্যে সৃষ্টি হয়েছে নতুন সমস্যা, ফিরতি ম্যাচে দলের প্রধান অস্ত্র নাইজেরিয়ান স্ট্রাইকার সানডেকে পাওয়া নিয়ে।
সানডেসহ আবাবহনীর সবার উত্তর কোরিয়ার ভিসা হয়েছে। কিন্তু সানডের সমস্যা হয়েছে চীনের ভিসা পাওয়া নিয়ে।
আবহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ঢাকাস্থ চাইনিজ দূতাবাস মৌখিকভাবে জানিয়েছে কোনো নাইজেরিয়ানকে ভিসা দেবে না তারা। আমরা বুধবার আবার কাগজপত্র জমা দেবো।
এর আগেও একবার ভারতে খেলতে যাওয়ার সময় সানডের ভিসা নিয়ে সমস্যা হয়। সেবার দুই ম্যাচের একটিতে খেলতে পেরেছিলেন সানডে।