বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আইডিয়া দিয়েই মিলবে টাকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নামক কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইসিটি খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য ঋণ দেবে এ কোম্পানি। 

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর আড়াইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

 

সচিব বলেন, এটি হবে সরকারি কোম্পানি। ৭ জন পরিচালক দিয়ে এ কোম্পানি পরিচালনা করা হবে। 

তিনি বলেন, আইসিটি খাতে এ কোম্পানি লোন দেবে। ব্যাংক বা অনান্য আর্থিক খাতের তুলনায় এখান থেকে সহজেই লোন পাওয়া যাবে। অর্থাৎ আইডিয়া দিয়েই এখান থেকে টাকা পাওয়া যাবে। 

অন্যদিকে বৈঠকে সরকারি মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের বেসরকারি কোম্পানি সেনজেন স্টার ইনস্ট্রামেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। 

এ কোম্পানি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও বৈদ্যুতিক প্রিপেইড মিটার তৈরি করবে। তৈরি করা এসব সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।