রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

গ্রুপ চ্যাটে পরিবর্তন আনছে ফেসবুক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ফেসবুকে চার-পাঁচ জন কিংবা তার চেয়ে বেশি মানুষ মিলে অনেক সময় গ্রুপ চ্যাটও করি আমরা, চলে গ্রুপ স্টাডিও। আড্ডা কিংবা অফিসিয়াল কাজেও তা ব্যবহার করা হয়। তবে ফেসবুক ব্যবহারকারিদের জন্য দুঃসংবাদ হলো গ্রুপ চ্যাট বন্ধ করে দিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেসব চ্যাটিং গ্রুপ আছে তারা ২২ আগস্ট থেকে আগের বার্তাগুলো দেখতে পারবেন ঠিকই কিন্তু তারা গ্রুপে নতুন মেম্বার যোগ করতে পারবেন না। এবং মেসেজও পাঠাতে পারবে না। তবে ফেসবুকে বন্ধুত্ব আছে কিংবা মেসেঞ্জারে এড করা আছে এমন ব্যক্তিদের সঙ্গে নতুন গ্রুপ চ্যাট করা যাবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আমরা বিশ্বাস করি এটা ফেসবুক কমিউনিটির সদস্যদের জন্য নতুন মাত্রা যোগ করবে। এ জন্য আমরা আরো নতুন ফিচার নিয়ে আসছি।