মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘নেইমারকে ছাড়বে না পিএসজি’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

সাবেক কোচ পেপ গুয়ারডিওলা ও সতীর্থ নেইমার বার্সেলোনায় ফিরে এলে খুশি হবেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। অবশ্য দু’জনের জন্যই ফেরার পথটা কঠিন সে কথাও মানছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ন্যুক্যাম্পে চারটি সফল মৌসুম কাটানোর পর গত বছর পিএসজিতে পাড়ি জমান নেইমার।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ার পর কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ব্রাজিলের এই তারকা। স্পেনের বেশ কিছু সংবাদমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, ব্রাজিল অধিনায়ককে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী নেইমারও নাকি ফিরে আসতে আগ্রহী।

সম্প্রতি নেইমারকে ক্লাবে সতীর্থ হিসেবে পেতে উন্মুখ হয়ে আছেন বলে জানান বার্সেলোনার ব্রাজিলীয় মিডফিল্ডার আর্থার। তার সঙ্গে একমত অধিনায়ক মেসিও। নেইমারকে ফিরে পেতে চান এ কথা জানানোর পাশাপাশি কাজটা সহজ নয় বলেও মন্তব্য করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার, ‘আমার কাছে এটা জটিল মনে হচ্ছে। আমরা বন্ধু, আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, অন্যরা একে অপরের সঙ্গে এতটা সময় কাটায়নি, কিন্তু আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। যাই হোক, আমার কাছে তার প্যারিস ছাড়াটা খুব কঠিন মনে হচ্ছে। পিএসজি নেইমারকে ছাড়বে না।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় দারুণ সফল সময় কাটানো গুয়ারডিওলার অধীনে আবারও খেলতে চান বলেও জানান ৩১ বছর বয়সী মেসি। বার্সেলোনার হয়ে চার বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতেন ৪৭ বছর বয়সী গুয়ারডিওলা। ‘যদিও এটা কঠিন, আমি গুয়ারডিওলার সঙ্গে আবারও কাজ করতে চাইব। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। এজন্যই আমি চাইব যে তিনি ফিরে আসুন। কিন্তু আমি আপনাদের বলছি যে আমার কাছে এটা জটিল মনে হচ্ছে।’