মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

ভারতের উত্তরাঞ্চলে বন্যা, নিহত অন্তত ৩০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ভারি বৃষ্টির কবলে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। বন্যা ও ভূমিধসে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাবে মারা গেছেন অন্তত ৩০ জন। নিখোঁজ রয়েছে আরো কমপক্ষে ২২ জন।

এরই মধ্যে হিমাচল প্রদেশে দুই নেপালি পর্যটকসহ প্রাণ গেছে ২৪ জনের। ভারি বৃষ্টিতে রাস্তাঘাট ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। আটকা পড়েছেন অনেক পর্যটক।

সিমলা, কুল্লু, সোলান ও বিলাসপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) কর্নাটকে আরো ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।