শিরোপার লক্ষ্যে ভারতে কিশোর ফুটবল দল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ভারতের কল্যানিতে এখন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ফুটবল দল।
বুধবার থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলাদের মাঠের লড়াই। ২৩ আগস্ট প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা, প্রতিপক্ষ ভুটান।
টুর্নামেন্টটি ভারতের মাটিতে বলেই বাংলাদেশের কিশোরদের চ্যালেঞ্জটা একটু বেশি। সেই চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে সকালে ভারতের উদ্দেশ্যে রওয়া দেয় লাল-সবুজ জার্সিধারী কিশোররা।
ইতোমধ্যে তারা কল্যানিতে ডলফিল প্লেস হোটেলে উঠেছে বলে দলের সঙ্গে থাকা বাফুফের মিডিয়া অফিসার জানিয়েছেন।
কিশোরদের ফুটবলে ৫ আসরের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
পাকিস্তান ছাড়া ৫ দেশ অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। ফলে বদলেছে ফরমেশন। এবার দলগুলো খেলবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
বাংলাদেশের ম্যাচ সূচি
২৩ আগস্ট : বাংলাদেশ-ভুটান
২৫ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা
২৭ আগস্ট : বাংলাদেশ-নেপাল
২৯ আগস্ট : বাংলাদেশ-ভারত