মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

ভারত যাচ্ছে যুব নারী হ্যান্ডবল দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১২ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে  আজ সোমবার ভারত যাবে বাংলাদেশ যুব নারী হ্যান্ডবল দল। 

এই টুর্নামেন্টে এর অভিজ্ঞতাকে আসন্ন সাফ গেমসে কাজে লাগাতে চান খেলোয়াড়রা, এমনটি প্রত্যাশা দলের ম্যানেজারের।

বাংলাদেশের যুব নারী হ্যান্ডবল দলটি নতুন। এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের জয়পুরে যাচ্ছে তারা। 

 

গ্রুপে মেয়েদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান আর চাইনিজ তাইপের মত শক্তিশালী দল। 

একজন বিদেশী কোচ হলে প্রস্তুতিটা আরো ভালো হতো বলে জানান খেলোয়ার ও দলের ম্যানেজার। তারপরও হাল ছাড়ছেন না যুবা নারীরা। চোখেমুখে স্বপ্ন নিয়ে ভালো  ফলাফল করে ফিরতে চান তারা।

নেপালে বসতে যাচ্ছে সাফ গেমস। তার আগে এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রস্তুতির অন্যতম মাধ্যম হতে পারে বলে মনে করেন দলের ম্যানেজার নুরুল হক বিশ্বাস। 

তিনি জানান, খুব শিগগিরই নিয়োগ দেয়া হবে বিদেশি কোচ।

২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আবারের আসর।