মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

হামলার হুমকিতে ভারতীয় ক্রিকেট দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও উইন্ডিজ। এর আগে উইন্ডিজ সফররত ভারত ক্রিকেট দলের ওপর হামলার হুমকি দিয়ে বেনামে একটি মেইল করা হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল অ্যাকাউন্টে আসে এ মেইল। তবে এই হুমকি ভুয়া দাবি করেছে ভারত ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। এরপরেও অ্যান্টিগায় অবস্থানরত ভারত দলের নিরাপত্তা জোরদার হয়েছে।

বেনামে এই মেইলটি পায় পিসিবি। এরপর তারা সেটা পাঠায় আইসিসিকে। ভারত বোর্ড কোনো ঝুঁকি না নিয়ে বিষয়টি কেন্দ্র সরকারকে অবহিত করে। তবে মেইলটি যে ভুয়া এ বিষয়ে নিশ্চিত হয়েছে বিসিসিআই।

কাশ্মীর ইস্যু নিয়ে এখন উত্তপ্ত ভারত-পাকিস্তান। এরইমধ্যে ভারত ক্রিকেট দলের ওপর হামলার হুমকি বেশ চিন্তায় ফেলে দেয় বিসিসিআই'কে। 

এরপরও অ্যান্টিগায় ভারত দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোহলিরাও নিরাপদে আছেন বলেই আশ্বস্ত করা হয়।

নির্দিষ্ট কোন জঙ্গি সংগঠন এই হুমকি দেয়নি বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে ভারত বোর্ডের এক কর্মকর্তা।