মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

বায়ার্ন মিউনিখে কুতিনহো!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বার্সেলোনাকে ছেড়ে এবার বায়ার্ন মিউনিখে পাড়ি জমালো  ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কুতিনহো। তবে কুতিনহোকে এক বছরের জন্য (২০১৯-২০ মৌসুম) ধারে দিয়েছে কাতালান ক্লাবটি। সোমবার বায়ার্ন ও বার্সা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে।

কুতিনহোকে ধারে এক মৌসুমের জন্য পেতে ৮.৫ মিলিয়ন ইউরো ব্যায় করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। পাশাপাশি ফিলিপে কুতিনহোর বেতনাদিও বায়ার্ন বহন করবে। এ ছাড়া আরো একটি বিষয়ে দুটি ক্লাব ঐক্যমতে পৌঁছেছে। সেটা হল বায়ার্ন যদি কুতিনহোকে কিনতে চায় তাহলে ১২০ মিলিয়ন ইউরো দিয়ে কিনতে হবে। কাতালান ক্লাবটির পক্ষ থেকে এটা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

বার্সেলোনা ক্লাবের প্রতি ব্রাজিলিয়ান তারকার কমিটমেন্ট ও ডেডিকেশনের জন্য ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি তার ক্যারিয়ারের নতুন ধাপের জন্য শুভ কামনাও জানিয়েছে।

কুতিনহো ২০১৭-১৮ মৌসুমে লিভারপুল থেকে কাতালানের ক্লাবটিতে যোগ দেয়। সেই থেকে বার্সার হয়ে তিনি ৭৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২১টি। গোলে সহায়তা করেছেন ১১টি। আর শিরোপা জিতেছেন ৪টি। তার মধ্যে রয়েছে স্প্যানিশ লা লিগার শিরোপা (২০১৮ ও ২০১৯), কোপা ডেল রে (২০১৮) ও স্প্যানিশ সুপার কাপ (২০১৮)।