বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

এক বছরের নির্বাসনে শেহজাদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আচরণবিধি ভাঙার অপরাধে মোহাম্মদ শেহজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

এ সময়ের মধ্যে তিনি পেশাদার কোনো ক্রিকেটে অংশ নিতে পারবেন না।

দেশের ক্রিকেট বোর্ডকে না জানিয়ে পাকিস্তানের পেশোয়ারে গিয়ে সম্প্রতি অনুশীলন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলার পর তাকে ইনজুরির অজুহাত দিয়ে বসিয়ে রাখা হয়। এরপর এক ভিডিও বার্তায় তিনি এ নিয়ে বোর্ডের বিরুদ্ধেও কথা বলেন। এ অপরাধে তাকে এক বছরের জন্য পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ করে এসিবি।

রোববার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘দেশে অনুশীলনের সুন্দর ব্যবস্থা রয়েছে। অনুশীলন করার জন্য আফগান ক্রিকেটারদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’

আন্তর্জাতিক ক্রিকেটে শাহজাদের অভিষেক হয় ২০০৯ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে। ঠিক পরের বছর টি-টোয়ন্টিতে অভিষেক হয় তার। টেস্ট মর্যাদা পাওয়ার পর দুটি ম্যাচ খেলে আফগানিস্তান। দুই টেস্টেই জাতীয় দলে ছিলেন তিনি।