মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

ঢাকায় ফিরলেন জেমি ডে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

গেল জুনে লাওসকে হারিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্ব নিশ্চিত করেছে জেমি ডের শিষ্যরা। এবার মূল বাছাই পর্বে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে শুরু হবে লাল-সবুজের জার্সিধারীদের বিশ্বকাপ মিশন।

লাওসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের পর পরই ছুটি কাটাতে দেশে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। দুই মাস ছুটি কাটিয়ে আজ সকাল সাড়ে ১১টায় ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন তিনি।

এদিকে তিন দিন আগেই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে।

আগামী ২৬ আগস্ট থেকে জেমি ডের অধিনে শুরু হবে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি।  ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরবে লাল-সবুজের জার্সিধারীরা। এরপর ১০ সেপ্টেম্বর দুশানবে’র সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্প চলবে ৩১ আগস্ট পর্যন্ত । এরপর ম্যাচের ১০ দিন আগে ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে জেমি ডে যাবেন তাজিকিস্তান। সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলাদেশ। তাজিকিস্তানের স্থানীয় লিগের দুটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে জেমি ডে’র।