ক্রিকেট মাঠে আবারও মৃত্যু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
থাইল্যান্ডে গত মাসে প্রতিপক্ষের ঘুষির আঘাতে ১৩ বছরের আনুচা তাসাকোর মৃত্যু নাড়িয়ে দিয়েছে সেদেশের বক্সিংমহলকে। এই অনাকাক্সিক্ষত মৃত্যুর পরিপ্রেক্ষিতে থাই সরকার শিশুদের মুষ্টিযুদ্ধ সীমিত করার চিন্তাভাবনা করছে।
থাইল্যান্ডে শিশুদের বক্সিং জনপ্রিয়। এদিকে ক্রিকেট মাঠে আবারও মৃত্যুর ঘটনা ঘটেছে।
খেলতে-খেলতে হঠাৎ বুকে ব্যথা ওঠে বৈভব কেসারকারের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু জীবনের আঙিনায় আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি বৈভবকে।
ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। টেনিস বলের একটি ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন ২৪ বছরের বৈভব।
চিকিৎসক জানান, মাঠে খেলার সময় বুকে ব্যথা অনুভূত হলে তাকে হাসপাতালে আনা হয়।
