মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২১ শাওয়াল ১৪৪৫

বই পড়ানো ইউসুফ এখন দুদকে!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সরকারি অফিসাররা জনগণের মালিক নয় সেবক। এই ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সাবেক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। সেই আলোচিত ম্যাজিস্ট্রেট এখন দুদকের দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত মুখ। তার ফেসবুক আইডি ‘বানসুরি এম ইউসুফ’। ভালোবেসে অনেকে তাকে মিয়া ভাই বলেও ডাকেন।

এ ব্যাপারে এখনো তার কাছ থেকে কিছু জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে বুঝা যায় দুদকেও এবার ভিন্নধর্মী কোনো পদক্ষেপ নেবেন তিনি।

ফেসবুকে তার লেখাটা ছিল এমন- দুর্নীতি হলো আগুনের মতো। আগুন হয় জ্বালিয়ে রাখতে হয়, না হয় নিভিয়ে ফেলতে হয়। জ্বালানো এবং নিভানোর মাঝখানে কম-বেশ বলে তৃতীয় কোন সূত্র নেই

জনসাধারণের উপকার করার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপের জন্য আলোচনায় আসেন মোহাম্মদ ইউসুফ।

প্রজেক্ট টুকিটাকি নামে তার এক বড় পদক্ষেপ পাল্টে দিয়েছে বিমান বন্দরের হাল-চাল। তিন উদ্ভাবন করেছেন এক ভিন্ন ধরনের শাস্তি। যেকোনো দুর্নীতির জন্য আছে শাস্তি। তবে তা পরিমাপ অনুযায়ী। শাস্তিও অভিনব। কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করলে বা দুর্নীতি করলে শাস্তি পেতে হতো। আর শাস্তি ছিল ‘বইপড়া’। তবে শুধু পড়া নয়। বই পড়ার জন্য নির্ধারিত একটা সময় বেঁধে দেয়া হতো। তা ৩, ৫, ৭ দিন ও হতে পারে। সময় শেষ হলে তার রিভিউ পরীক্ষা দেয়ার মধ্যে থেকে শেষ হতো শাস্তি।

শাস্তির মাধ্যমে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করছিলেন তিনি। সাহিত্যকে বাঁচিয়ে রাখার এখন অভিনব শাস্তির সৃষ্টি করা এই মানুষটিই এখন যাবেন দুদকে। হয়ত এখানেও অপেক্ষা করছে কোনো চমক।

ব্যক্তিগত একটা ব্যাপার বলা যায়, তিনি অসাধারণ সুন্দর বাঁশি বাজান। তার ইউটিউব চ্যানেলে অনেক বাঁশি বাজানো ভিডিও পাওয়া যাবে। এছাড়াও আছে বিভিন্ন তথ্য ও দুর্নীতি সম্পর্কে পরামর্শ ও করণীয়। এমন কিছু সোনার মানুষ আছে বলেই বাংলাদেশ আজো সোনার বাংলাদেশ।