শুক্রবার   ০১ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৬ ১৪৩২   ০৬ সফর ১৪৪৭

`ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে বিশ্বকে ভাবতে হবে`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে, তার ভাষায়, বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন। ভারত পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করতে পারে বলে প্রকাশিত খবরকে কেন্দ্র করে এ বক্তব্য দিলেন ইমরান খান।

এক টুইট বার্তায় রবিবার তিনি বলেন, মোদি সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করা উচিত। 

টুইট বার্তায় তিনি আরও বলেন, এর প্রভাব কেবল উপমহাদেশেই পড়বে না বরং গোটা বিশ্বে পড়বে।

 

চলতি মাসের ৫ তারিখে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বেড়েছে। ভারতের এ পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করেছে পাকিস্তান।