বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বের সবচেয়ে ‘হ্যান্ডসাম’ পুরুষ হৃত্বিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষের শিরোপা পেলেন হৃত্বিক রোশন। ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানসরা এই তালিকায় থাকলেও তাদের হারিয়ে সেরার তকমা জিতে নিয়েছেন হৃত্বিক।

তবে অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’ এর তকমা পেয়েছেন হৃত্বিক। আর তাকে এমন তকমা দিয়েছে একটি মার্কিন সংস্থা।

শুধু অভিনয়ই নয়, লুক আর ফিটনেসেও মাত করে রেখেছেন অভিনেতা। বলিউডেই নিজেকে বদ্ধ করে রাখেননি। তার ফ্যানেদের বিস্তার বিশ্বজুড়েই। 

এবার রবার্ট প্যাটিনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস এভানসের মতো বিশ্বের হ্যান্ডস্যাম ম্যানের তালিকায় নাম উঠল হৃত্বিকেরও। এই তকমায় দারুণ উচ্ছ্বসিত সুপার ৩০-র অভিনেতাও। তার কথায়, এই টাইটেল আমাকে আরো চ্যালেঞ্জের সামনে ফেলে দিল।