বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফেসবুকে পোস্ট ও মন্তব্য করা যাবে চাকমা ভাষাতেও

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা। ফেসবুকে চাকমা ভাষা ব্যবহার করতে আগে ফেসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুল বার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরও অনেক অপশন আসবে।

সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যেকোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।