মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

শ্রীলঙ্কার ইমার্জিং দলের কোচ হয়ে ঢাকায় চামিন্দা ভাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

লঙ্কান ক্রিকেটের সব সময়ের এক নম্বর ফাস্ট বোলার চামিন্দা ভাস হঠাৎ ঢাকায়। নাহ ভাববেন না, বাংলাদেশের একাডেমি বা এইচপির বোলিং কোচ বা কনসালটেন্ট হয়ে রাজধানীতে এলেন এ লঙ্কান গ্রেট পেসার।

আসলে চামিন্দা ভাস বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান ইমার্জিং দলের কোচ হয়ে। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের এইচপি স্কোয়াড তথা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের সিরিজ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে এখন রাজধানী ঢাকায় এসেছে লঙ্কান ইমার্জিং দল।

 

আগামীকাল বিকেএসপি মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলবে লঙ্কন তরুনরা।

২১ আগস্ট একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। আর ২৪ আগস্ট খুলনার শেখ নাসের স্টেডিয়ামে শেষ ওয়ানডের পর একই ভেন্যুতে ২৮ আগস্ট থেকে প্রথম চার দিনের ম্যাচ। আর ৪ সেপ্টেম্বর থেকে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে শেষ চার দিনেরে ম্যাচে অংশ নেবে লঙ্কনরা।