মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

গল টেস্টে জয়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমানে যেভাবে ব্যাট করছেন, তাতে গল টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার জয় পাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বলা যায়। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে ৫০ ওভার। কোনো উইকেট হারায়নি। রান করেছে ১৩৩।

অর্থ্যাৎ জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ১৩৫ রান। হাতে রয়েছে পুরো ১০ উইকেট এবং একদিন। এমন অবস্থায় অন্তত কোনো মিরাকল ঘটানো ছাড়া পরাজয় এড়ানো সম্ভব নয় সফরকারী শ্রীলঙ্কার।

 

ম্যাচের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর কোনো উইকেট না হারিয়ে ১৩৩। দুই ওপেনারের মধ্যে দিমুথ করুনারত্নে ১৬৮ বল খেলে ৭১ এবং লাহিরু থিরিমানে ১৩২ বল খেলে রয়েছেন ৫৭ রানে অপরাজিত।

SRL-NZ-1

স্পিন ফ্রেন্ডলি উইকেটে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ৫জন বোলার ব্যবহার করলেন। এর মধ্যে তিনজনই স্পিনার। উইলিয়াম সমারভিলে, অ্যাজাজ প্যাটেল এবং মিচেল সান্তনার- এরা ৩৯ ওভার বল করেও কোনো সাফল্য আদায় করতে পারেননি।

এর আগে ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং ছিলেন ৬৩ রানে অপরাজিত। তিনি শেষ পর্যন্ত আউট হন ৭৭ রানে। শেষ দিকে উইলিয়াম সমারভিলে ৪০ রান করার কারণে নিউজিল্যান্ডের রান আড়াইশ’ পার হয়। ট্রেন্ডট বোল্ট ২৬ এবং অ্যাজাজ প্যাটেল ১৪ রান করার ফলে নিউজিল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ২৮৫-তে।

লাসিথ এম্বুলদেনিয়া ৯৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা নেন ৩ উইকেট। লাহিরু কুমারা ২টি এবং আকিলা ধনঞ্জয়া নেন ১ উইকেট। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।