রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

প্রসাধনী থাকুক সুসজ্জিত...

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ড্রেসিং টেবিলে মেকআপের ব্রাশ, সুগন্ধি, ক্রিম, পাউডার ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি প্রয়োজনের সময় উপযুক্ত প্রসাধনীটি খুঁজে পেতেও ঝামেলা হয়। অথচ প্রায় প্রতিদিন ব্যবহার্য প্রসাধনী সামগ্রী যদি গুছিয়ে রাখা হয়, তাহলে যেমন বাঁচবে সময়, তেমনি ভালো থাকবে প্রতিটা জিনিস। প্রসাধনী গুছিয়ে রাখার কাজে লাগাতে পারেন কিছু বুদ্ধি—

 প্রতিদিন ব্যবহার করা লাগে যেমন ময়েশ্চারাইজার ক্রিম, লোশন, সানব্লক ক্রিম, নাইট ক্রিম ইত্যাদি ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখেই একটা ঝুড়িতে রাখতে পারেন। যেহেতু নিয়মিত ব্যবহার করা হয় এসব প্রসাধনী, তাই একেবারে নাগালের মধ্যে রাখা ভালো।

অন্যদিকে চুল আঁচড়ানোর জন্য চিরুনিও কিন্তু নিয়মিত প্রয়োজন পড়ে। তবে চিরুনি এবং নিয়মিত ব্যবহারের প্রসাধনী একসঙ্গে না রাখাই শ্রেয়। বরং চিরুনি রাখার জন্য আলাদা হোল্ডার কিনে রাখুন। সেটিও রেখে দিন ড্রেসিং টেবিলের এমন স্থানে, যেখানে সহজে খুঁজে পাওয়া যায়।

মেকআপ ব্রাশগুলো নিয়মিত ব্যবহার না হলে সেসবের বুরুশগুলো টিস্যু দিয়ে মুড়ে রেখে দিন। তবে প্রায়শই ব্যবহার হয় এমন ব্রাশ ব্রাশহোল্ডারে ড্রেসিং টেবিলের সম্মুখেই রাখতে পারেন। খেয়াল রাখুন, যদি আপনার কাছে ব্রাশ রাখার কোনো হোল্ডার না থাকে, তাহলে পুরনো চকোলেটের কৌটা কিংবা ফেলনা কোনো কৌটা কাজে লাগাতে পারেন। পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে এর গলার দিকে রঙিন ফিতা বেঁধে দিতে পারেন। দেখতে ভালো লাগবে। এবার সে পাত্রে রেখে দিন ব্রাশগুলো। খেয়াল রাখুন এভাবে ব্রাশ রাখার ক্ষেত্রে বুরুশগুলো যাতে উপরের দিকে থাকে।

নেইলপলিশ, লিপস্টিকের মতো জিনিসগুলো রাখার জন্য ব্যবহার করুন আলাদা প্লাস্টিকের বাক্স। খুব ভালো হয় যদি বাক্সগুলো স্বচ্ছ হয়। স্বচ্ছ না হলে বাক্সের গায়ে লেবেল সেঁটে দিলেই হবে।

যদি আপনার সংগ্রহে থাকে বেশকিছু সুগন্ধি, তবে সেসব রাখার জন্য তাকবিশিষ্ট স্টোরেজ র্যাক কিনে নিতে পারেন। ড্রেসিং টেবিলের এক কোণে রেখে দিতে পারেন সেটি। তাহলে প্রয়োজনের সময় উপযোগী সুগন্ধিটি খুঁজে পেতে সময় নষ্ট হবে না।

ড্রেসিং টেবিলে যদি আলাদা কোনো ড্রয়ার বা কম্পার্টমেন্ট থাকে, তাহলে সেখানে রাখতে পারেন হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার, হেয়ার রিমুভাল কিট, পেডিকিউর ম্যানিকিউর সেট, কার্লার, হেয়ার স্টিমার ইত্যাদি। যেহেতু এসব পণ্য নিয়মিত ব্যবহার করা হয় না এবং অধিকাংশই বৈদ্যুতিক তার সংযুক্ত, তাই আলাদাভাবে গুছিয়ে রাখাই ভালো।