শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

নয়া ফোটোশ্যুটে ঝড় তুললেন রিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

বাঙালি অভিনেত্রী রিয়ান সেন। তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় লিক হওয়া নানা ভিডিও এক সময় শিরোনামে এনেছিল তাকে। কিন্তু সে সব এখন অতীত। 

মডেলিং, অভিনয় এবং ব্যক্তিগত জীবনে দারুণভাবে পরিপূর্ণ রিয়া। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই জীবনের টুকরো খবর শেয়ার করেন তিনি। তেমনই সম্প্রতি স্যুইমশ্যুটের একটি ফোটোশ্যুট করিয়েছেন রিয়া। 

 

স্যুইমশ্যুট পরে ফটোশুটে রিয়া সেন

স্যুইমশ্যুট পরে ফটোশুটে রিয়া সেন

সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপাতত ঝড় তুলেছে। নেটিজেনদের দারুণ পছন্দ হয়েছে রিয়ার এমন অবতার। ছবি নিমেষে ভাইরাল।