বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

মেয়েকে অশ্লীল ছবি দেখাতেন কোহলি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা তিওয়ারির দ্বিতীয় পক্ষের স্বামী অভিনব কোহলি মেয়েকে মারধর ও গালিগালাজ করেন। এমন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই অভিনেত্রী। এমনকি মেয়েকে অশ্লীল ছবি দেখানোরও অভিযোগ করেছেন তিনি। এই অভিযোগগুলির ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন অভিনব কোহলি।

যদিও বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন অভিনব কোহলি। শ্বেতা ও পলকের উপরে নিয়মিত গার্হস্থ্য হিংসা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনব কোহলি জানান, আসল বিষয়টি প্রত্যেকের সামনে আসবে। প্রত্যেক বিষয়ের দুটো দিক থাকে।

শ্বেতা অভিনবের থেকে ডিভোর্স চাইছেন বলে জানা গিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। অভিনব রাজি হননি।

প্রসঙ্গত, রাজা চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৩ সালে অভিনবের সঙ্গে বিয়ে হয় শ্বেতার। জানা যায়, রাজা চৌধুরীও এক সময়ে শ্বেতার উপরে নির্যাতন করতেন বলেই সমস্যা শুরু হয়। 

 

অভিনবের সঙ্গে বিয়ের পরে এক পুত্র সন্তানের জন্ম দেন শ্বেতা। ছেলে রেয়াংশের জন্ম হওয়ার পর থেকেই মেয়ে পলককে ঘিরে দুজনের মধ্যে সমস্যা শুরু হয়।