ঘরে তৈরি ঝাড়বাতি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ঘরের ভেতর আলোর খেলা কার না ভালো লাগে। কখনোবা রোমান্টিক ভাব ফুটে ওঠা আলো-ছায়াময় পরিবেশ বেশ চমত্কার মনে হয়, কখনোবা ঠিক আলোকোজ্জ্বল ঘরই সবার কাম্য হয়। তবে যা-ই হোক না কেন আলোর উপস্থিতি আনন্দের কথাই বলে যেন। অন্দরসজ্জায় অনেকেই তাই পছন্দ করে থাকেন ঝাড়বাতি। চমত্কার ঝাড়বাতি ঘরের সৌন্দর্যই শুধু বাড়িয়ে তোলে না, বারবার মনে করিয়ে দেয় আভিজাত্যের কথাও। বনেদিয়ানা প্রকাশ করা এ ঝাড়বাতি যদি আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন, তবে নিশ্চয়ই মন্দ হয় না। জেনে নিন তাহলে—
প্রথমে চৌকোণাকার ছয়টি কাচের বড় বোতল নিন। সাদামাটা বোতলের পরিবর্তে কারুকার্য করা বোতল নিলে ঝাড়বাতি বেশি সুন্দর দেখাবে। কিংবা কারুকার্যহীন কোনো বোতল নিয়ে রঙ-তুলি দিয়ে নিজের পছন্দসই নকশাও করে নিতে পারেন। গ্লাস পেইন্ট দিয়ে কোনো ছবি বা ডিজাইন করতে পারেন।
বোতল নির্বাচন করার পর এর তলার দিকটা গ্লাস কাটার দিয়ে কেটে ফেলুন। খেয়াল রাখুন সবগুলো বোতলের নিচের অংশই যাতে সমান হয়।
এবার প্রতিটি কাচের বোতলের মুখে তার জড়িয়ে নিন শক্ত করে। যাতে বাল্ব লাগানোর পর ভালোভাবে আটকে থাকে।
বাল্বগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে তার লাগিয়ে দিন। তবে খেয়াল রাখবেন, তার যেন কোনোভাবেই বেরিয়ে না থাকে। প্রয়োজনে তারের ওপর স্কচটেপ লাগিয়ে দিন।
এবার ছয়টি বোতল একসঙ্গে তার দিয়ে বেঁধে ফেলুন। এমনভাবে বেঁধে ফেলবেন, যাতে একটি আরেকটিকে ঘিরে থাকে।
এভাবে তৈরি ঝাড়বাতিটি বসার ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দিন। ঘর নানা রঙের আলোয় আলোকিত হয়ে উঠবে।