শুভ্র নীলে শীতের অভ্যর্থনা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

শীতের সময়টায় পিঠাপুলি উৎসব, বিভিন্ন আনন্দ আয়োজন প্রায় লেগেই থাকে। তাই অন্দরের সাজসজ্জায় যেন মিশে থাকে প্রফুল্লতা, সেদিকেই নজর রাখতে হবে। শীতের আগমনকে স্বাগত জানাতে বসার ঘরের এক কোনায় কৃত্রিম গাছ সাজিয়ে রাখতে পারেন শীতের কুয়াশাকে প্রায় উপেক্ষা করে যখন সূর্যদেব গায়ে বুলিয়ে যায় তার নরম আলোর পরশ, তখন বারান্দায় ধোঁয়া ওঠা কফিমগ হাতে দাঁড়িয়ে সময় যাপনই যেন হয়ে ওঠে দিনের সবচেয়ে সেরা মুহূর্ত। শীত এমনই এক উপভোগ্য ঋতু, যেখানে স্মৃতি তৈরি হয়। সকালের স্নিগ্ধতা, শুষ্ক হিমেল হাওয়া আর শেষ রাতের উষ্ণতা, সব মিলিয়ে শীতকাল যেন প্রিয় আমাদের। তবে হ্যাঁ, এ ঋতুতে ঘরে যেন বিরাজ করে এক বিষণ্নতা! আর তা ঘটে উষ্ণতাদানকারী ভারী শীতের কাপড় ও লেপ-কম্বলের কারণে। চাইলে ভীষণ শীতেও অন্দরে ধরে রাখতে পারেন উচ্ছলতা। শীতে ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় সাদা ও নীল রঙের ব্যবহার।
শান্তির দেয়াল
ঘরের সৌন্দর্য ও প্রফুল্লভাব অনেকটাই দেয়ালের ওপর নির্ভরশীল। দেয়ালের রঙ যত হালকা হবে, তত প্রশস্ত মনে হবে ঘরকে। তবে দেয়ালে অলঙ্কারস্বরূপ পেইন্টিং, আয়না, মোমদানি বা অন্যান্য সাজানোর উপকরণ রাখতে হবে। সেক্ষেত্রে সাদা বা হালকা অফ হোয়াইটের দেয়ালের সঙ্গে কনট্রাস্ট করে ওয়ালপেইন্ট রাখা যেতে পারে। সোনালি, ধূসর বা একেবারেই কালো ফ্রেমের ওয়ালপেইন্ট এক্ষেত্রে শোভাবর্ধনে সহায়ক ভূমিকা রাখবে। হালকা বা গাঢ় নীলের দেয়ালের ওপর সাদা রঙ দিয়ে লতানো নকশা এঁকে নিলেও মন্দ দেখাবে না।
এ সময় ভারী পর্দা
ঘরকে বড় দেখাতে নেট বা জর্জেটের পর্দা বেশ কাজে দেয়। যেহেতু শীত, তাই জানালার কাচ ভেদ করেও ঘরে ঠাণ্ডা প্রবেশ করে। তাই চোখের পক্ষে সহনীয় সাদা বা নীল অথবা এ দুই রঙ মিলিয়ে পর্দা বানিয়ে নিতে পারেন একটু মোটা কাপড় দিয়ে। সাদা রঙের পর্দা নিতে চাইলে একেবারেই ধবধবে সাদা না নিয়ে এর ওপর হালকা নীল, নেভি ব্লু, রয়েল ব্লু বা সি ব্লু রঙের প্রিন্ট রয়েছে, এমন পর্দার কাপড় কিনুন। যেহেতু জানালায় ভারী পর্দা রয়েছে, সেহেতু রোজ সকালে অবশ্যই জানালা খুলে পর্দা সরিয়ে দিতে হবে, যেন ঘরে আলো প্রবেশ করে। বাইরের রোদ, আলো ও বাতাস ঘরে প্রবেশ করা খুবই জরুরি, এতে করে ঘরে ফাঙ্গাসের বেড়ে ওঠা বাধাপ্রাপ্ত হয়।
অন্যান্য ফ্যাব্রিকস
দেয়ালের রঙ সাদা হলে অনায়াসে বিছানার চাদর নীলচে ধরনের কিনে নিতে পারেন। শীতকালে কাপড় খুব বেশি ময়লা হয়, তাই নীল শেডের বিছানার চাদর বেছে নিলে সহজে মলিনভাব ধরা দেবে না। বিছানার চাদর ছাড়াও ডাইনিং টেবিলের টেবিল রানার, পাপোশ, কার্পেট, সোফার কুশনের ওয়্যার সাদা হলে ঘরের প্রশান্তি ফুটে উঠবে। তাই একেবারেই সাদাটে ভাব এড়াতে কাপড়ের ঘন বুনন, নীল রঙের মিলমিশ, লেইস ব্যবহারের দিকে নজর দিন।
স্বাগত ঋতু তোমায়
শীতের সময়টায় পিঠাপুলি উৎসব, বিভিন্ন আনন্দ আয়োজন প্রায় লেগেই থাকে। তাই অন্দরের সাজসজ্জায় যেন মিশে থাকে প্রফুল্লতা, সেদিকেই নজর রাখতে হবে। শীতের আগমনকে স্বাগত জানাতে বসার ঘরের এক কোনায় কৃত্রিম গাছ সাজিয়ে রাখতে পারেন। ব্যতিক্রম আনা যেতে পারে ঘরের কার্পেট ও পাপোশে। কর্নার টেবিলে রাখা যেতে পারে কফি মেকার ও দুটি সুন্দর মগ। ঘরে ঢোকার পথে মাটি, পিতল বা কাঁসার ঘণ্টা ঝুলিয়ে দিতে পারেন। আর বারান্দায় শোভা ছড়াক শীতকালের ফুল।