রবি শাস্ত্রীই কোচের দায়িত্বে থাকছেন: সিএসি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

বিরাট কোহলিদের বর্তমান কোচ রবি শাস্ত্রীর উপরই আস্থা রাখলেন কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি)।
শুক্রবার সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কপিল দেব। খবর হিন্দুস্তান টাইমসের।
কপিল দেব বলেন, সাক্ষাৎকারে আমরা ১০০ নাম্বর ধরে এগিয়েছি। আগ্রহীদের মধ্যে খুব কম পার্থক্য ছিল, যা আমাদের অবাক করেছে। মাইক হেসন ও টম মুডিও খুব ভালো ছিলেন।
বিরাট কোহলিদের বর্তমান কোচ রবি শাস্ত্রী দলের সঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজে সফরে আছেন। টম মুডি, শাস্ত্রী স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দেন। ফিল সিমন্সেরও স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।
এছাড়া মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বাকি তিন প্রার্থী মাইক হেসন, লালচাঁদ রাজপুত ও রবিন সিংয়ের সাক্ষাৎকার নেয় সিএসি।