ছক্কার রেকর্ড গড়ে শচীনের পাশে টিম সাউদি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

একজন উইকেট-টেকিং বোলারের কথা বললেই যার প্রতিচ্ছবি ভেসে উঠে তিনি আর কেউ নন। তিনি টিম সাউদি। তবে বোলার হয়েও একটি জায়গায় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসার।
টেস্টে শচীনের শচীনের সমান ছক্কা হাঁকিয়েছেন সাউদি। উভয়েই ৬৯টি। তবে শচীনের লেগেছিল ২০০ ম্যাচ, যেখানে সাউদির লেগেছে মাত্র ৬৬ ম্যাচ। আর টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারের তালিকায় সাউদি ১৭তম।
বৃহস্পতিবার গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভাকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে শচীনের রেকর্ডের পাশে বসেন সাউদি। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে করেন ১৪ রান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৪৯ রান।
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি সাউদির জাতীয় দলের সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০০৪ থেকে২০১৬ সাল পর্যন্ত ১০১ ম্যাচে ১০৭ ছক্কা হাঁকিয়েছেন কিইউদের সাবেক অধিনায়ক ম্যাককালাম। ৯৬ ম্যাচে ১০০ ছক্কা হাঁকিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।
১০৩ ম্যাচে ৯৮ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা হাঁকিয়েছেন। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ১০৪ ম্যাচে ৯১ ছক্কা নিয়ে আছেন পঞ্চম স্থানে।