রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ঘ্রাণ ছড়াবে শীতে...

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

গরমের সময় যে কাপড় পরিধান করা হয়, তা নিশ্চয়ই শীতের জন্য খুব উপযোগী নয়? তেমনি কাঠফাটা রোদের সময় যে সুগন্ধি ব্যবহার করা হয়, সেটাও নিশ্চয়ই হিম ঠাণ্ডার জন্য জুতসই নয়। শীতের জন্য উপযোগী এবং বাজারে নতুন আসা তেমনই কিছু অভিজাত সুগন্ধি সম্পর্কে জেনে নিন—

ইংরেজি রোমান্টিক গল্প বলে যে সুগন্ধি

ব্রিটিশ সুগন্ধি উৎপাদক প্রতিষ্ঠান ফ্লোরিস। ১৭৩০ সাল থেকে সুগন্ধিপ্রেমীদের চাহিদা মিটিয়ে আসা এ প্রতিষ্ঠানের ঝুলিতে জমা হয়েছে প্রশংসা আর আস্থা। তাই তো বেশ পুরনো ও বিশ্বাসযোগ্য কোনো সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কথা বলা হলে উঠে আসে ফ্লোরিসের কথা। বলা হয়, লন্ডনের সবচেয়ে পুরনো সুগন্ধির দোকানগুলোর মধ্যে এটি অন্যতম। সে যা-ই হোক, এ বছরের শেষের দিকে ফ্লোরিস বাজারে ছেড়েছে চমত্কার সুগন্ধি। আ রোজ ফর নামে সুগন্ধিটিতে ওরিয়েন্টাল রোজের মিষ্টি ঘ্রাণের সঙ্গে যোগ করা হয়েছে গাঢ় ঝাঁঝালো ঘ্রাণ, ওউদ অরিস। আর পুরো সুগন্ধিকে আরো বেশি ভালোবাসাময় করে তুলেছে অ্যাম্বারের মিশেল। হালকা সোনালি ধাঁচের বোতলে পুরে উপস্থাপন করা হয়েছে অভিজাত সুগন্ধিটি, যা মূলত ভালোবাসার পুরুষের জন্য চমত্কার একটি উপহার হতেই পারে। এ সুগন্ধিটি কিনতে হলে খরচ করতে হবে ১৬০ ইউরো।

মাদকতা ধরে রাখা সুঘ্রাণ

প্যারিসভিত্তিক অভিজাত সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক নিহিলো। নতুন বছরের আগমন উপলক্ষে প্রতিষ্ঠানটি তৈরি করেছে চমত্কার একটি সুগন্ধি। কুয়ের সেলেস্ট নামে সে সুগন্ধি মূলত তৈরি করা হয়েছে আইকনিক লেদার বোম্বার জ্যাকেট থেকে অনুপ্রাণিত হয়েই। মাস্ক, পাঞ্চি পাঁচৌলি ও স্মোকি লেদাদের ঘ্রাণের সংমিশ্রণ যেন এটি। খানিকটা মাদকতায় ডুব দিতে চাইলে গ্রাহক বেছে নিতে পারেন এমন একটি সুগন্ধিই। সবমিলে অভিজাত রুচির যে কারো কাছেই গ্রহণযোগ্যতা কুড়িয়ে নিতে সক্ষম এটি। আর এ সুগন্ধি নিজের করে নিতে চাইলে গ্রাহককে গুনতে হবে ২৪০ ইউরো।

জাফরানের ঘ্রাণে মধ্যরাতের স্নিগ্ধতা

পুরো দিনের শেষে রাতের বেলা, বিশেষ করে মাঝরাতে ভিন্ন রকমের স্নিগ্ধতা যেন ঘিরে ধরে আমাদের। যে স্নিগ্ধতা ভোরের আলো ফুটে ওঠার সঙ্গেই মিলিয়ে যায়। জাফরানের ক্ষেত্রেও ঠিক তা-ই। মাঝরাতে এর ঘ্রাণ যেন ভিন্ন রূপ নেয়। আর ঠিক সে ঘ্রাণটিকেই বোতলবন্দি করেছে সুগন্ধি ব্র্যান্ড টম ড্যাক্সন। শুধু জাফরানের ঘ্রাণই পাবেন— বিষয়টি এমন নয়, বরং এর সঙ্গে যোগ হয়েছে ল্যাভেন্ডার, জেসমিন, সুয়েডের সুঘ্রাণও। ফলে এটি যেন হয়ে উঠেছে চমত্কার একটি লেট নাইট স্মেল।

উচ্চাকাঙ্ক্ষী পুরুষের জন্যই

সুগন্ধিপ্রেমী ও অভিজাত রুচির যেকোনো পুরুষের কাছেই ক্রিডের সুগন্ধি বিশেষ স্থান দখল করে রেখেছে। ঠিক তেমনই এই শীতে ক্রিডের নতুন সুগন্ধি হাজির হয়েছে চন্দন, আদা আর ডার্ক লেদারের সংমিশ্রণে স্মোকি স্মেল তৈরি করা হয়েছে। এটি বাজারে ছাড়া হয়েছে টাবারোম মিলেসাইম নামে। ৫০ মিলির ছোট বোতল কিনতে হলে খরচ করতে হবে ১৫৫ ইউরো।