অবসর নিচ্ছি না: গেইল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

পোর্ট অব স্পেনে বুধবার রাতে ক্রিস গেইল যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন, ভারতীয় ক্রিকেটারেরা একে একে এসে তাকে অভিনন্দন জানিয়ে যান। বিরাট কোহলিকে দেখা যায়, গেলকে জড়িয়েও ধরলেন। ক্যারিবিয়ান ওপেনারের ফেরার সময় ড্রেসিংরুমে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন সতীর্থরাও। যে দৃশ্য দেখে খবর ছড়িয়ে যায়, গেইল হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন।
কিন্তু ম্যাচের পরে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে গেইল জানিয়ে দেন, তিনি অবসর নিচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের টুইট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ৩৯ বছর বয়সি গেইলকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? যা শুনে গেইল বলে দেন, ‘‘আমি তো কিছু ঘোষণা করিনি। অবসর নিচ্ছি, এ কথা বলিনি।’’ এরপরে জানতে চাওয়া হয়, তাহলে কি আপনি আরও কিছু দিন থাকছেন? গেইলের জবাব, ‘‘হ্যাঁ, পরবর্তী নোটিস পর্যন্ত।’’
ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলে যান, ‘‘আমি যত দূর জানি, গেইল এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়নি।’’