রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

পুরনো ঘরানার নতুন ব্যাগ!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

বলা হয় দামি জিনিস আসে ছোট মোড়কে। অবশ্য বাক্যটি খুব একটা মিথ্যা নয়, সম্প্রতি বিলাসবহুল ব্র্যান্ড গুচি এনেছে চমত্কার ছোট আকারের একটি ব্যাগ। গুচির ভাণ্ডারে আমরা বরাবর ছোট-বড় বিভিন্ন আকারের টোট ব্যাগ ও ব্যাকপ্যাক দেখে আসছি, কিন্তু ফ্যাশনপণ্য হিসেবে গুচির ৫০-এর দশকের অর্ধচন্দ্রাকার আকারের একটি ব্যাগ ঘুরে-ফিরে এসেছে আবারো।

লম্বায় সাড়ে ১২ ইঞ্চি ও ১৭ ইঞ্চি প্রশস্থের গুচির ডাবল জি সুপ্রিম ক্যানভাসে মোড়ানো হাত ব্যাগটিতে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন চাবি, ফোন, ওয়ালেট, কমপ্যাক্ট, চ্যাপস্টিক বহন করার মতোও জায়গা রয়েছে। ছোট্ট এ ব্যাগটিতে রয়েছে বাদামি রঙের আইকনিক জিজি মনোগ্রাম।

এতে আরো সংযোজিত রয়েছে লাল ও সবুজের মিশ্রণে করা একটি স্ট্রাপ, যা চাইলে বিচ্ছিন্ন করা যাবে। ব্যাগে চূড়ান্ত গ্ল্যামার যোগ করেছে স্বর্ণাভ হার্ডওয়্যার। ব্যাগের ভেতরের অংশ প্রিন্টেড লেদার দিয়ে তৈরি, রয়েছে একটি সংযুক্ত পকেট। তবে এটি ভাবার কারণ নেই যে, পুরনো ঘরানার বলে ব্যাগটির দামও কম হবে। বুঝতে হবে এটি গুচির এ আইকনিক হ্যান্ড ব্যাগ, যার দাম ১ হাজার ৪৫০ ডলার। বরাবরের মতো এ ব্যাগও তৈরি হয়েছে ইতালিতে।